সচিবালয়ে অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের সদস্য সোহানুরের দাফন সম্পন্ন
প্রথম নিউজ, অনলাইন: বাংলাদেশ সচিবালয়ের লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় মারা যাওয়া ফায়ার সার্ভিসকর্মী সোহানুর জামানের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে রাত ৯টা ৩৫ মিনিটে সোহানুরের মরদেহ বহনকারী ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স তার গ্রামের বাড়িতে পৌঁছায়। গ্রামে অ্যাম্বুলেন্স প্রবেশের পর সোহানুরকে একনজর দেখার জন্য ছুটে আসেন গ্রামের মানুষ।
ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ নামানোর পর তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকে। পরে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। রাত পৌনে ১১টায় বাড়ির পাশের একটি মাঠে সোহানুরের জানাজা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে ফায়ার সার্ভিসকর্মী সোহানুর সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত হন। পানির পাইপ নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে সোহানুর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফায়ার ফাইটারের নাম সোহানুর জামান নয়ন (২৪)।
২০২২ সালের ২ অক্টোবর চাকরিতে যোগ দিয়েছিলেন নয়ন। তেজগাঁওয়ের ফায়ার সার্ভিসে স্পেশাল ইউনিটে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রংপুরের মিঠাপুকুর থানার ১১ নম্বর বড়বালা ইউনিয়নের ছড়ান আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামান দুদু মিয়ার ছেলে।