মদের বোতল নিয়ে গান গাইছেন নৌকার প্রার্থী
প্রথম নিউজ,কিশোরগঞ্জ: মদের বোতল সামনে নিয়ে মনের সুখে গান গাইছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নিজাম ক্বারী। ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হলে উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
জানা যায়, শুক্রবার দুপুরের দিকে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, মদের বোতল সামনে নিয়ে গলা ছেড়ে গান গাইছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৪ নং উছমানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যাচ্ছে নিজাম ক্বারী গলা ছেড়ে সাগর কুলের নাইয়া নামে একটি পল্লীগীতি গাইছেন। গান গাওয়ার সময় তার সামনের টেবিলে একটি মদের বোতল ও গ্লাস দেখা যাচ্ছে।
এ বিষয়ে নিজাম ক্বারী বলেন, এসব ভিডিও ভুয়া। কোনো মদের বোতল ছিল না। নির্বাচনী প্রচারণায় সভা, আড্ডা হয়েই থাকে। এডিট করে গোপনে কেউ এসব ছড়িয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: