এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ৫
শুক্রবার দুপুরে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস, প্রাইভেটকার ও মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন। শুক্রবার দুপুরে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানায় যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা এক শিশু নিহত হয়। আর আহত ৮ জনকে হাসপাতালে নেয়ার পথে ৪ জনের মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, ‘একটি বাস প্রথমে মাওয়াগামী প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি ছিটকে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ৫জন নিহত হয়েছেন।’