সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ড. মাসুদের কড়া প্রতিক্রিয়া
শুক্রবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের রমনা আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
প্রথম নিউজ, অনলাইন: সচিবালয়ে অগ্নিকাণ্ডের পেছনে শেখ হাসিনা ও তথাকথিত গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুম।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের রমনা আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
ড. মাসুদ বলেন, আমাদের সচিবালয়ে যারা আগুন দিচ্ছেন তারা প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে বাঁচানো এবং দুর্নীতিপরায়ণ সাবেক এমপি-মন্ত্রীদের বাঁচানোর চেষ্টা করেছেন। তাদের নেতা থেকে শুরু করে ওয়ার্ড নেতা পর্যন্ত যে যা দুর্নীতি করেছেন তার তথ্য সচিবালয়ে সংরক্ষিত ছিল। এগুলো পুড়িয়ে দিয়ে তারা শেখ হাসিনাসহ তার দোসরদের রক্ষা করতে চেয়েছেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেই দোসররা এ কাজে সম্পৃক্ত হয়েছেন তারা সমস্ত কাগজ পুড়িয়ে ফেললেও ১৮ কোটি মানুষের চোখ অন্ধ করতে পারবেন না। তাদের সাক্ষীর বিনিময়ে বিচার হবে। ফাঁসির কাষ্ঠে তাদের ঝোলাতে বাধ্য করা হবে। সচিবালয়ে আগুন লাগার পেছনে শেখ হাসিনা ও তথাকথিত গোয়েন্দা সংস্থার হাত রয়েছে।