অবৈধ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনুরুদ্ধারের শপথ নিয়েছে যুবদল: টুকু
আওয়ামী লীগ সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের আশ্রায় নিয়েছে
প্রথম নিউজ, ঢাকা: জাতীয়তাবাদী যুবদল অবৈধ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনুরুদ্ধারের শপথ নিয়েছে বলে জানিয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, আওয়ামী লীগ সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের আশ্রায় নিয়েছে। পূজামন্ডপে সরকারের লোকেরা হামলা করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করছে। এই মামলাগুলো করার একমাত্র উদ্দেশ্যে হচ্ছে যে, বিএনপিকে হয়রানি করা, তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করা। ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকা যাবে না।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: