৭২ পয়েন্ট হারিয়ে বড় পতনের পথে পুঁজিবাজার

এ সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৯০ পয়েন্ট।

৭২ পয়েন্ট হারিয়ে বড় পতনের পথে পুঁজিবাজার

প্রথম নিউজ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সোমবার দেশের পুঁজিবাজারে সূচকের বড় পতনের মাধ্যমে লেনদেন চলছে। এর ফলে প্রথম ঘণ্টায় বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৭২ পয়েন্ট। এ সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৯০ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। ফলে লেনদেনে ধীর গতি দেখা দিয়েছে। আরও দরপতনের আতংকে রয়েছেন বিনিয়োগকারীরা। তাই শেয়ার বিক্রি করে পুঁজি তুলে নিচ্ছেন তারা। ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩০১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭২ দশমিক ৪১ পয়েন্ট কমে ৬ হাজার ৫৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ১৩ দশমিক ৩১ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ২৯ দশমিক ৭২ পয়েন্ট। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৪৫ লাখ ৫১ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৯০ পয়েন্ট কমে ১৯ হাজার ৩৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ৭১ হাজার টাকার শেয়ার। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ৭১টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom