সুদ-ঋণে ছাড় দেওয়ার কথা ভাবছে বিশ্বব্যাংক
মঙ্গলবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক আইএমএফ বার্ষিক সভায় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এ কথা বলেন।

প্রথম নিউজ ডেস্ক: সংকটে পড়া সদস্য দেশগুলোকে সুদ ও ঋণ পরিশোধে ছাড় দেওয়ার কথা ভাবছে বিশ্বব্যাংক। এছাড়া, দেশগুলোর জন্য আরও ঋণ সহায়তা বাড়ানোর কথা বলেছে আন্তর্জাতিক সংস্থাটি।
মঙ্গলবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক আইএমএফ বার্ষিক সভায় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এ কথা বলেন।
ডেভিড ম্যালপাস বলেন, বৈশ্বিক মন্দা, করোনা সংকট, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, জ্বালানির অস্বাভাবিক দামবৃদ্ধি ও খাদ্য সংকটে পড়েছে বেশকিছু দেশ। সংকটে পড়া তুলনামূলক দরিদ্র দেশগুলোকে আরও সহায়তা দেওয়া হবে। সেইসঙ্গে ঋণ আদায়ে ছাড় দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।
বিশ্ব অর্থনীতির হিসাব-নিকেশ উলট-পালট হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, করোনার ধাক্কা সামলে উঠার আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে। এর প্রভাবে ওলট-পালট হয়ে গেছে বিশ্ব অর্থনীতির হিসাব-নিকেশ। যার কারণে গেল বছরের তুলনায় এবার গোটা বিশ্বের প্রবৃদ্ধি নেমে আসবে অর্ধেকে।
আগামী বছর বিশ্ব অর্থনীতির সংকট আরো বাড়বে। এ বছরই প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশে নেমে যাবে। এমনই পূর্বাভাস দিয়েছে আইএমএফ। সেই শঙ্কা থেকে মুক্তি পেতে বাংলাদেশের জন্য বিনিয়োগ বাড়াতে হবে। এজন্য মূল্যস্ফীতি যত সম্ভব নিয়ন্ত্রণে রেখে দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews