‘৫০ হাজার টাকা না পেলে ছেলের লাশ পাঠানো হবে’
শুক্রবার (৭ অক্টোবর) তার মায়ের মোবাইল ফোনে কল করে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।
প্রথম নিউজ, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখানপাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে আল আমিনকে (১৩) অপহরণের চার দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার (৭ অক্টোবর) তার মায়ের মোবাইল ফোনে কল করে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।
জানা গেছে, পরিবারে চার সন্তানের মধ্যে আল আমিন তৃতীয়। তার বাবা ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে গাড়ি চালান। সে স্থানীয় দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। প্রতিদিনের মতো গত মঙ্গলবার বিকালে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে ফুটবল খেলার প্রশিক্ষণে অংশ নিতে গেলে আর বাড়ি ফেরেনি। ঘটনার তিন দিন পর গতকাল শুক্রবার বিকালে তার মায়ের মোবাইল ফোনে অজ্ঞাত স্থান থেকে কল করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানানো হয়েছে।
মা নার্গিস খাতুন বলেন, প্রতিদিনের মতো আল আমিন মঙ্গলবার বিকালে ফুটবল খেলা প্রশিক্ষণের জন্য সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে যায়। সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজনদের বাড়িতে বাড়িতে খোঁজ করেও কোন হদিস মেলেনি। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ তার মোবাইল ফোনে অপরিচিত এক নম্বর থেকে এক ব্যক্তি কল দিয়ে ছেলেকে তাদের জিম্মায় রাখার কথা জানায়। তাকে মুক্ত করতে নগদ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তারা আরও বলে, ‘৫০ হাজার টাকা দ্রুত না পাঠালে ছেলের লাশ বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে’। তারা টাকা না পেয়ে বার বার ফোন দিতেই থাকে। পরিবার থেকে থানায় অভিযোগ দিয়েছে বলে তারা ক্ষুব্ধ হয়েছে।
এই বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি অতিরিক্ত দায়িত্বে থাকা এসআই মো. মনির হোসেন বলেন, আল আমিন নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। আমরা স্কুলছাত্রকে উদ্ধারে তৎপর রয়েছি। অল্প সময়ের মধ্যে তাকে উদ্ধারে সক্ষম হবো।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews