ভালোবেসে বিয়ের পর যৌতুক দাবি, না পেয়ে সিগারেটের ছ্যাঁকা
শান্তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রথম নিউজ, সাভার: যৌতুক না পেয়ে শান্তা খাতুন (২১) নামের এক পোশাক শ্রমিককে সিগারেটের ছ্যাঁকা দিয়ে শরীর ঝলসে দিয়েছে পাষণ্ড স্বামী।
আজ মঙ্গলবার সকালে শান্তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, সোমবার (১৩ ডিসেম্বর) রাতে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শান্তা জানান, পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করি পরিবহন শ্রমিক সাভারের গেন্ডা এলাকার নজরুল ইসলামের ছেলে জাহিরুল ইসলাম সাগরকে। বিয়ের কিছুদিন পর থেকে সাগর যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করে। সবশেষ সোমবার (১৩ ডিসেম্বর) রাতে যৌতুকের বিষয়টি মা-বাবাকে জানাতে বললে অস্বীকার করি। এতে ক্ষিপ্ত হয়ে মারধর এবং সিগারেটের আগুন দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছ্যাকা দেয়। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফলি। জ্ঞান ফিরলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি অবস্থায় দেখতে পাই।
সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, এখনও অভিযোগ ও পয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: