হবিগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

এতে আহত হন আরও অন্তত ১০ জন।

হবিগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১
প্রতীকী ছবি

প্রথম নিউজ, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হন আরও অন্তত ১০ জন। আজ শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের খেলু মিয়ার ছেলে লিংকনের কাছে রহমত আলীর ছেলে রুবেল মিয়ার টাকা পাওনা ছিল। বৃহস্পতিবার ওই টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই বিরোধের জের ধরে শনিবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। তাদেরকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন রহমত আলী মারা যান।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রহমত আলী সদর আধুনিক হাসপাতালে মারা গেছেন। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom