৪৩ জনকে স্বাস্থ্য অধিদফতরের অধীনে ৯০ দিনের মধ্যে নিয়োগের নির্দেশ

বিচারপতি কে.এম. কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল- ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

৪৩ জনকে স্বাস্থ্য অধিদফতরের অধীনে  ৯০ দিনের মধ্যে নিয়োগের নির্দেশ
ফাইল ছবি

প্রথম নিউজ, ঢাকা: দেশের ৯ জেলার ৪৩ জনকে স্বাস্থ্য অধিদফতরের অধীন স্বাস্থ্য সহকারী, কম্পিউটর অপারেটর ও স্টোর কিপার পদে আগামী ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বুধবার (৯ মার্চ) বিচারপতি কে.এম. কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল-ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আডভোকেট সালাউদ্দিন দোলন।

এর আগে তিনটি পদে ৪৩ জনকে নিয়োগ দিতে ২০১২ সালে একটি বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য অধিদফতর। এরপর প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কয়েকজনকে নিয়োগ না দিয়ে অকৃতকার্যদের নিয়োগ দেওয়া হয়। পরে নিয়োগবঞ্চিত ৪৩ জন হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি নিয়ে ৪৩ জনকে নিয়োগ দিতে ২০১৯ সালে হাইকোর্ট রুল জারি করেন।

সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট স্বাস্থ্য অধিদফতরের অধীনে ৯ জেলার ৪৩ জনকে স্বাস্থ্য সহকারী, কম্পিউটর অপারেটর ও স্টোর কিপার পদে নিয়োগ দিতে রায় প্রদান করলেন হাইকোর্ট।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom