৪ বছরের শিশুকে আটক মানবাধিকারের চরম লঙ্ঘন: রিজভী
বুধবার (২৪ মে) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রথম নিউজ, অনলাইন: ৪ বছরের অবুঝ শিশুসহ নিরপরাধ মহিলা ও পুরুষকে আটকের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গভীর রাতে নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে চলছে চিরুনী অভিযান। রাজনীতির সাথে সম্পর্কহীন মা, শিশু ও আত্মীয়স্বজনকে গোয়েন্দা বাহিনী ধরে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায়ের মতো বিএনপি’র নেতাকর্মীদের অবস্থান সম্পর্কে জানতে চাচ্ছে। আওয়ামী সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে আবু সাঈদ চাঁদ এর মেয়ে মোছা. জাকিয়া সুলতানা, জাকিয়া সুলতানার মেয়ে আরিশা (বয়স-৪ বছর), বড় বোনের মেয়ে মোছাঃ মাসুদা আক্তার এবং ছোট মেয়ের জামাই শেখ সালাউদ্দিন আহম্মেদকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের নামে হয়রানীর মাধ্যমে অমানবিকতার যে দৃশ্য ফুটে উঠেছে তা নজীরবিহীন। বুধবার (২৪ মে) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অবৈধ ক্ষমতা ধরে রাখতে বর্তমান শাসকগোষ্ঠীর বিশ^াসের ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ থেকে দুরে সরিয়ে রাখার অপচেষ্টা। তাই সহিংস সন্ত্রাসের ব্যাপক বিস্তার তাদের জন্য অপরিহার্য। আর এজন্য উদগ্র ক্ষমতালোভ, জনগণের প্রতি অমানবিক অবজ্ঞা ও বিশ^াসঘাতকতার দ্বারা গোটা জাতিকে খন্ড-বিখন্ড করে যাচ্ছে আওয়ামী অবৈধ সরকার। তাদের আচরণে মনে হচ্ছে গোটা দেশের মালিকানা আওয়ামী লীগের। এই কারণে সরকার বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীকে মানসিকভাবে বিপর্যস্ত করতে গণহারে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার করছে।
বিএনপির এই নেতা জানান, বুধবারও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, বিএনপি নেতা ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মীর সরফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, এস এম জিলানী, আবদুল কাদির ভুইয়া জুয়েল, আবদুস সাত্তার পাটোয়ারী এবং আব্দুস সাত্তারসহ ৫ শতাধিক নেতাকর্মীর নামে তিনটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় আওয়ামী ত্রাসের নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে গণতান্ত্রিক শক্তির ওপর ঝাঁপিয়ে পড়েছে। তাদের প্রতিহিংসা, স্বার্থপরতা, নীচতা, ভীতি প্রদর্শণের উদ্দেশ্যই হলো ক্ষমতা যেন হাতছাড়া না হয়। তিনি অবিলম্বে উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর আহবান জানান।
এছাড়াও আজ দুপুর ২টায় সাদাপোশাকধারী সদস্যরা ডেমরা থানাধীন ৬৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন জসিমকে তার নিজ এলাকা থেকে আটক করে নিয়ে যায় এবং গতকাল পদযাত্রা থেকে ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে পুলিশ গ্রেফতার করে বলে জানান তিনি। বিএনপির এই নেতা গ্রেফতারকৃত নেতৃবৃন্দের অবিলম্বে নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর আহবান জানান।
তিনি আরো বলেন, গত ১৯ মে থেকে আজ বুধবার পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে সারাদেশে ১৪৮টি মামলা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬৮০ জনের অধিক নেতাকর্মীকে এবং আসামী করা হয়েছে ৫ হাজারের অধীক নেতাকর্মী।