না.গঞ্জে অন্য কোনও খেলা হবে না: শামীম ওসমান
এখন আমার অবস্থা গরিবের ভাবির মতো। ও বলে আমি তার, সে বলে আমি তার।

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ-সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি, বঙ্গবন্ধুর ঘাঁটি, এখানে অন্য কোনও খেলা হবে না।
আজ সোমবার নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শামীম ওসমান বলেন, আওয়ামী লীগকে নানাভাবে ক্ষতি করা হচ্ছে। কেন আমাকে বারবার দোষারোপ করা হচ্ছে। যে বিএনপি-জামায়াত আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল। তাদের সমর্থন কোনভাবেই সম্ভব নয়।
নারায়ণগঞ্জের সাংসদ বলেন, আওয়ামী লীগকে নানাভাবে ক্ষতি করা হচ্ছে। কেন আমাকে বারবার দোষারোপ করা হচ্ছে। আর নির্বাচন এলেই আমাকে নিয়ে আলোচনা শুরু হয়। নির্বাচনের সময় আমি কেন সাবজেক্ট ম্যাটার হব, জানতে চাই। এখন আমার অবস্থা গরিবের ভাবির মতো। ও বলে আমি তার, সে বলে আমি তার। যে বিএনপি-জামায়াত আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল। তাদের সমর্থন কোনভাবেই সম্ভব নয়।
তিনি আরও বলেন, কোনও পদ পাওয়ার জন্য আমরা রাজনীতি করি না। আজকে যারা আমাকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের বলতে চায়, বঙ্গবন্ধু আমার শেষ ঠিকানা, শেখ হাসিনা আমার শেষ ঠিকানা। এখানে নৌকা ছাড়া আর কিছুই না।
শামীম ওসমান বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার আদর্শ বঙ্গবন্ধু, আর আমি রাজনীতি করতে এসেছি বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের দাবিতে। আমি নৌকার বিরুদ্ধে না, নৌকা প্রতীক আমাদের রক্ত দিয়ে কেনা প্রতীক। আজ থেকে নৌকার হয়ে মাঠে নামলাম। তিনি বলেন, সামনে যেদিন আসছে, কঠিন পরীক্ষা দিতে হবে। ছাত্রলীগের মনে কষ্ট দিয়েন না। দুঃসময়ে তারাই এগিয়ে এসেছিল। নির্বাচন ধমক দিয়ে হয় না। একে অপরকে দোষারোপ করে নির্বাচন হয় না। সব রাগ অভিমান ছেড়ে দিয়ে কাজ করতে হবে। সবার ঘরে ঘরে যেতে হবে। এই ঘাটি নৌকার, এ মাটি আওয়ামী লীগের। জয় আমাদের হবেই।
আপনাকে গডফাদার কেন বলা হয়, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও ইচ্ছা হলে গডফাদার বলে, বলতে পারে। কেউ ব্রাদার বলতে চাইলে বলতে পারেন। আবার ফাদার বললে বলতে পারেন, তবে মাদার বলেন না। তবে কে কী বললো আমি কেয়ার করি না। কেউ কিছু বলে শান্তি পেলে বলুক, বলতে দেন। আমি নীলকণ্ঠের মতো, সব হজম করতে পারব।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: