২৮ চার ও ১১ ছক্কায় ২৪৪ রান, ঝড়ো ব্যাটিংয়ে পৃথ্বী’র রেকর্ড
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: ছন্দহীনতায় ভুগছিলেন পৃথ্বী শ। আইপিএলের পর দুলীপ ট্রফিতেও ব্যর্থ হন ভারতীয় এই ব্যাটার। প্রথমবারের মতো ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলতে গিয়ে নর্দাম্পটনশায়ারের প্রথম দুই ইনিংসেও আলো ছড়াতে পারেননি পৃথ্বী। ব্যর্থতার পাঠ চুকিয়ে তাণ্ডব চালালেন এই ডানহাতি। ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে গড়লেন একাধিক রেকর্ড।
নর্থ্যাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে বুধবার সমারসেটের বিপক্ষে ইনিংস শুরু করে শেষ ওভারে আউট হওয়ার আগে ২৪৪ রান করেন পৃথ্বী শ। ১৫৩ বলের ইনিংসটি ২৮ চার ও ১১ ছক্কায় সাজান ভারতীয় ব্যাটার। লিস্ট ‘এ’ ক্রিকেটে পৃথ্বীর দ্বিতীয় দ্বিশতক এবং ক্যারিয়ার সেরা ইনিংস এটি। ২০২১ সালে বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে ১৫২ বলে অপরাজিত ২২৭ ছিল আগের সেরা।
ইংল্যান্ডের মাটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে পৃথ্বীর চেয়ে বড় ইনিংস আছে শুধু একটি। ২০০২ সালে ওভালে চেলটেনহ্যাম অ্যান্ড গ্লস্টারশায়ার ট্রফিতে সারের হয়ে গ্ল্যামরগনের বিপক্ষে ১৬০ বলে ২৬৮ রান করেছিলেন আলি ব্রাউন। সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডের তালিকায় ষষ্ঠ স্থানে আছে ২৩ বছর বয়সী পৃথ্বী শ’র ২৪৪ রানের ইনিংস। গত বছর বিজয় হাজারে ট্রফিতে তামিল নাড়ুর হয়ে অরুনাচল প্রদেশের বিপক্ষে ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েন ভারতের নারায়ণ জাগদেসান। পঞ্চাশ ওভারের ক্রিকেটে একাধিক ডাবল সেঞ্চুরি করা দ্বিতীয় ভারতীয় পৃথ্বী শ। প্রথমজন রোহিত শর্মা।
সমারসেটের বিপক্ষে ধীরে-সুস্থে ইনিংস শুরু করেছিলেন পৃথ্বী শ। ফিফটি করেন ৪৪ বলে। এরপর বাড়ে গতি। ৮১ বলে স্পর্শ করেন সেঞ্চুরি। সেখান থেকে দেড়শ’ পূর্ণ করতে পৃথ্বী খরচ করেন মাত্র ২২ বল। আর ডাবল সেঞ্চুরি করেন ১২৯ বলে। পৃথ্বী ঝড়ে উচ্ছ্বসিত নর্দাম্পটনশায়ার। টুইটারে তারা লিখেছে, ‘আমরা এর জন্য প্রস্তুত ছিলাম না। পৃথ্বী শ এর আরো একটি ডাবল সেঞ্চুরি। ইনিংসটা এত দারুণ ছিল তা বলার ভাষা নেই।’
টুইটারে পৃথ্বীর ব্যাটিংয়ের ৬ মিনিটের একটি ভিডিও আপলোড করে নর্দাম্পটনশায়ার লিখেছে, ‘পৃথ্বী শ এর বিশুদ্ধ ৬ মিনিটের স্বর্গীয় ব্যাটিং। উপভোগ করুন।’