সুইডেনকে হারিয়ে বিশ্বকাপে পোল্যান্ড

 সুইডেনকে হারিয়ে বিশ্বকাপে পোল্যান্ড
সুইডেনকে হারিয়ে বিশ্বকাপে পোল্যান্ড-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : লড়াইটা যেন ছিল জ্লাতান ইব্রাহিমোভিচ বনাম রবার্ট লেভানদোভস্কির। যে লড়াইয়ে শেষ হাসি হাসলেন লেভা। বিদায় হয়ে গেলো সুইডেনের, ঘরের মাঠে দারুণ জয়ে কাতার বিশ্বকাপে পা রাখলো পোল্যান্ড।

পোল্যান্ডের খজুফে মঙ্গলবার রাতে বাছাইয়ে প্লে-অফের ‘বি’ গ্রুপের ফাইনালে ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। লেভানদোভস্কি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন পিতর জিয়েলিন্সকি।

আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে উঠে ম্যাচ। ১৮ মিনিটের মাথায় সুযোগ পেয়েছিল সুইডেন। আলেকজান্ডার ইসাকের পাস থেকে এমিল ফর্সবার্গ নিচু কোনাকুনি শট ঝাঁপিয়ে পড়ে আটকান ভয়জেখ স্ট্যাসনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভুল করে বসে সুইডিশরা। জেকোস ক্রিকোভিয়া ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি।

৫৭তম মিনিটে সমতা টানার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ফর্সবার্গ। এবারও ঝাঁপিয়ে পড়ে পোল্যান্ডকে রক্ষা করেন ভয়চেখ স্ট্যাসনি।

৭২তম মিনিটে বিপজ্জনক সীমানায় বল হারান সুইডিশ ডিফেন্ডার মার্কান দানিয়েলসন। সেই সুযোগে বল ধরে সবাইকে পেছনে ফেলে বক্সে ঢুকে জোরালো শটে জাল খুঁজে নেন জিয়েলিন্সকি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই বিশ্বকাপে নাম লেখায় পোল্যান্ড।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom