২৪৬ কোটি টাকায় বিলাসবহুল বাড়ি কিনলেন উর্বশী

অভিনয়ের থেকে আইটেম গানের জন্য বেশ পরিচিতি তার। নিজের বিলাসবহুল জীবনের জন্য প্রায় থাকেন আলোচনায়।

২৪৬ কোটি টাকায় বিলাসবহুল বাড়ি কিনলেন উর্বশী

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা। অভিনয়ের থেকে আইটেম গানের জন্য বেশ পরিচিতি তার। নিজের বিলাসবহুল জীবনের জন্য প্রায় থাকেন আলোচনায়। তিনি দক্ষিণ কোরিয়ায় মিস এশিয়ান সুপারমডেল ২০১১। মিস ট্যুরিজম কুইন অব দ্য ইয়ার। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১২  খেতাব জয় করেন। মিস ডিভা ২০১৫ খেতাব জয়ের পর বলিউডে পা রাখেন তিনি। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন ২৯ বছর বয়সী এই সুন্দরী। এতে ভারতের গণ্ডি পেরিয়ে গেছে তার পরিচিতি। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ২০০ কোটি রুপি মূল্যের কুমির নেকলেস পরে আলোচনার জন্ম দেন। 

এবার বিলাসবহুল বাড়ি কিনে চমকে দিলেন এই অভিনেত্রী। মুম্বাইয়ের অভিজাত এলাকায় বিলাসবহুল বাংলো কিনেছেন উর্বশী। পাঁচতলা বিশিষ্ট প্রাসাদসম এই বাংলোতে রয়েছে ব্যক্তিগত জিম, বড় একটি বাগান, বিস্তৃত উঠোন। সমসাময়িক ও আধুনিক মেজাজে বাড়িটির ডিজাইন করা হয়েছে। উর্বশী এটি কিনতে ব্যয় করেছেন ১৯০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৪৬ কোটি ৭৮ লাখ টাকার বেশি)। এরই মধ্যে নতুন বাড়িতে উঠেছেন উর্বশী।