২ কোটি টাকা মুনাফা দেবে আল-মদিনা
প্রথম নিউজ, ঢাকা : শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি আল-মদিনা ফার্মাসিটিক্যাল লিমিটেড।
জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১ টাকা করে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, বিদায়ী বছরে ৩ কোটি ২০ লাখ ২৮ হাজার টাকা মুনাফা হয়েছে। তাতে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। সেখান থেকে কোম্পানির শেয়ারহোল্ডাররা ২ কোটি ৪ লাখ টাকা মুনাফা পবেন।
চলতি বছর তালিকাভুক্ত কোম্পানিটির ২০২২ সালে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৩০ পয়সা।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর। ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৮২ পয়সা।