৬ মাসে অর্ধেকে নেমে এসেছে বিটকয়েনের দাম
বর্তমানে এক বিটকয়েন বিক্রি হচ্ছে ৩৪ হাজার মার্কিন ডলার বা ২৮ হাজার পাউন্ডে। যা গত নভেম্বরের তুলনায় ৫০ শতাংশ কম।

প্রথম নিউজ, ডেস্ক: গত নভেম্বর মাসে সর্বোচ্চ উঠেছিল বিটকয়েনের দাম। এরপর থেকে এ দাম কমেই চলেছে। সর্বশেষ ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্ম কয়েনবেইজ জানিয়েছে, গত নভেম্বরে বিটকয়েনের যে দাম ছিল, এখন তার দাম অর্ধেকেরও নিচে নেমে গেছে। বর্তমানে এক বিটকয়েন বিক্রি হচ্ছে ৩৪ হাজার মার্কিন ডলার বা ২৮ হাজার পাউন্ডে। যা গত নভেম্বরের তুলনায় ৫০ শতাংশ কম।
বিবিসি জানিয়েছে, বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিটকয়েন। এর সামগ্রিক বাজারমূল্য এখন ৬৪০ বিলিয়ন ডলার। তবে দাম কমছে দ্বিতীয় স্থানে থাকা ইথেরিয়ামেরও। গত সপ্তাহে এর দাম কমেছে ১০ শতাংশের বেশি। ২০২২ সালে এখনো ভাল কোনো খবর দিতে পারেনি ক্রিপ্টোকারেন্সি।
গত বছর এল সালভাদর এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বিটকয়েনকে স্বীকৃতি দেয়। এর ফলে দেশটির নাগরিকরা মার্কিন ডলারের পরিবর্তে বিটকয়েনের মাধ্যমে যে কোনো লেনদেন করতে সক্ষম হচ্ছেন যদিও ওই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তরফ থেকে দেশ দুটিকে সিদ্ধান্ত বদলের জন্য চাপ দেয়া হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews