১১ নার্স-চিকিৎসক একসঙ্গে অন্তঃসত্ত্বা!

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের এক হাসপাতালের একই বিভাগে কর্মরত ১১ জন নার্স-চিকিৎসক একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন

 ১১ নার্স-চিকিৎসক একসঙ্গে অন্তঃসত্ত্বা!
১১ নার্স-চিকিৎসক একসঙ্গে অন্তঃসত্ত্বা-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের এক হাসপাতালের একই বিভাগে কর্মরত ১১ জন নার্স-চিকিৎসক একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন! তাদের মধ্যে এক চিকিৎসক ছাড়া সবাই নার্সের কাজ করেন। 

লিবার্টি শহরের এ ঘটনা ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। অনেকেরই প্রশ্ন, ‘ওই হাসপাতালের পানিতে কিছু মেশানো নেই তো?’ হাসপাতালের নার্সরা অবশ্য জানিয়েছেন, তারা প্রত্যেকেই বাড়ি থেকে পানি নিয়ে আসেন।

হাসপাতালের ওবস্টেস্ট্রিকস অ্যান্ড গাইনেকোলজি বিভাগের ওই ১১ নার্সের একজন হানা মিলার। ‘গুড মর্নিং আমেরিকা’ শো-তে তিনি জানিয়েছেন, একসঙ্গে ১১ জনের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা নিয়ে অনেকেই রসিকতা করছেন। এ ঘটনার পর হাসপাতালের অন্য নার্সরা বলছেন, তারা আর হাসপাতালের পানি খাবেন না।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom