হৃতিকের বোনম্যারো প্রতিস্থাপন হচ্ছে!
মাত্র কয়েক দিন আগে প্রেমিকা সাবা আজাদ ও দুই ছেলেকে নিয়ে ইউরোপ ঘুরে এলেন হৃতিক রোশন

প্রথম নিউজ, ডেস্ক : মাত্র কয়েক দিন আগে প্রেমিকা সাবা আজাদ ও দুই ছেলেকে নিয়ে ইউরোপ ঘুরে এলেন হৃতিক রোশন।
নতুন বছরের শুরুতেও খোশমেজাজেই দেখা গেছে তারকাকে। কিন্তু হঠাৎই হৃত্বিককে দেখা গেল এক বিশেষ ধরনের চিকিৎসাকেন্দ্রের বাইরে।
অভিনেতাকে আলোকচিত্রীরা লেন্সবন্দি করলেন বোনম্যারো প্রতিস্থাপন কেন্দ্রের বাইরে। এমনিতেই প্রচণ্ড স্বাস্থ্য সচেতন তিনি।
শারীরিক কসরত ও ডায়েট— দুটোই প্রচণ্ড কঠোরভাবে করেন এবং মেনেও চলেন। নিয়মের গণ্ডিতে বাঁধা অভিনেতার জীবন। এর মধ্যে শোনা যাচ্ছে, এক জটিল রোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা।
জানা গেছে, রক্তজনিত সমস্যায় ভুগছেন হৃতিক। সে কারণেই চিকিৎসাকেন্দ্রের বাইরে আনাগোনা বেড়েছে তার। যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে রোশন পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য মেলেনি।
অভিনেতার রক্তের ভারসাম্যের এ সমস্যা অনেক দিনেরই। ‘ব্যাং ব্যাং’ ছবির শুটিংয়ের সময় মাথায় আঘাত পান হৃতিক। রক্ত জমাট বেঁধে যায় মস্তিষ্কে। পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে সেবার অস্ত্রোপচারও করাতে হয় তাকে।
‘ওয়ার’ ছবির সময়ও শারীরিক পরিবর্তনের জন্য প্রস্তুত ছিলেন না অভিনেতা। পরে সাক্ষাৎকারে বলেন, মনে হচ্ছিল এই ছবির সময় মরেই যাব।
হৃতিককে এর পর সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘ফাইটার’ ছবিতে দেখা যাবে। ছবিতে তার চরিত্রটি একজন পাইলটের। এ ছবিতে হৃতিকের বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: