রাজধানীর শুটিং হাউসের নতুন সময় নির্ধারণ
প্রথম নিউজ, ডেস্ক : নাটক কিংবা সিনেমার শুটিংয়ের জন্য রাজধানী ও এর আশপাশে অনেক শুটিং হাউস প্রতিষ্ঠিত হয়েছে। তবে শুটিং হাউসের কার্যক্রম পরিচালনা নিয়ে নানাধরনের নিয়মকানুন প্রচলিত আছে।
সম্প্রতি আবারো নতুনভাবে বিন্যস্ত হলো শুটিংয়ের সময়সূচি। নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কর্মঘন্টা নির্ধারণ করেছে শুটিং হাউস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটির সভাপতি আবদুল আলীম সম্প্রতি এ নতুন সময় নির্ধারণের বিষয়টি জানিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, কাজের জায়গায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্যই নতুন সময় নির্ধারণ করেছি আমরা। এ নতুন সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাচ্ছি। আগামী ১ মে থেকে এ নতুন সময়সূচিতে শুটিং হাউসের শুটিং পরিচালনা করতে হবে।
করোনাকাল শুরু হওয়ার আগে থেকেই শুটিং হাউসের সময় নিয়ে নানা ধরনের অলোচনা সমালোচনা চলছিল। সেই পরিপ্রেক্ষিতেই এ নতুন সময়সূচি ঘোষণা করেছে সংগঠনটি।