হাওড়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

শখের বশে হাওড়ে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পল্লী বিদ্যুৎ কর্মকর্তা হোসাইন হিমেলের (২৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

হাওড়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
হাওড়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার, প্রতিকী ছবি

প্রথম নিউজ, কিশোরগঞ্জ: শখের বশে হাওড়ে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পল্লী বিদ্যুৎ কর্মকর্তা হোসাইন হিমেলের (২৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার দুপুরে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ৪ নাম্বার বক্স কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। হোসাইন হিমেল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরহাসান গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি মিঠামইন পল্লী বিদ্যুতের প্রশাসনিক কর্মকর্তা (সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর) হিসেবে কর্মরত ছিলেন। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজার গিফারী বলেন, ডুবুরি দল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নিখোঁজ পল্লী বিদ্যুৎ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে। এর আগে সোমবার বিকালে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর আগের একটি বক্স কালভার্টের নিচে জাল দিয়ে মাছ ধরতে নামেন হোসাইন হিমেল। সন্ধ্যার পর তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। মিঠামইন থানার ওসি কলিন্দ্র নাথ গোলদার জানান, কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom