সাড়ে ৮৪ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

মঙ্গলবার দুপুরে শার্শা উপজেলার টেংড়া গ্রামস্থ বালুন্ডা গ্রামের ইছামতি নদীর তীরে অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ তাকে আটক করে বিজিবি।

সাড়ে ৮৪ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
সাড়ে ৮৪ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১, ছবি প্রতিকী

প্রথম নিউজ, যশোর : যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তবর্তী বালুন্ডা গ্রামে থেকে ১০টি স্বর্ণের বারসহ মো. হাসানুজ্জামান (২২) নামে এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসব স্বর্ণের মূল্য সাড়ে ৮৪ লাখ টাকা বলে বিজিবি জানায়। মঙ্গলবার দুপুরে শার্শা উপজেলার টেংড়া গ্রামস্থ বালুন্ডা গ্রামের ইছামতি নদীর তীরে অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ তাকে আটক করে বিজিবি। আটক স্বর্ণ পাচারকারী হাসানুজ্জামান পুটখালি গ্রামের মৃত-নূর মোহাম্মদের ছেলে।  বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ হাসানুজ্জামানকে আটক করা হয়। আটক স্বর্ণের বাজার মূল্য ৮৪ লাখ ৫০ হাজার টাকা। 

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান, ভারতে পাচারের সময় বিজিবির সদস্যরা ১ কেজি ১০০ গ্রাম স্বর্ণসহ হাসানুজ্জামান নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom