সুশান্তের কাছে চলে গেল তার প্রিয় সঙ্গীও
দুই বছরেরও বেশি হলো বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু হয়েছে
প্রথম নিউজ, ডেস্ক : দুই বছরেরও বেশি হলো বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর আগে অভিনেতার অত্যন্ত প্রিয় পোষা প্রাণী ছিল তার একটি কুকুর ল্যাব্রাডর ফাজ। সুশান্তের মৃত্যুর পর থেকেই শোকে কাতর ছিল কুকুরটি।
তবে সেই শোকার্ত কুকুরটি মারা গেছে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে শোকের খবরটা দিয়েছেন সুশান্তের বোন প্রিয়াংকা সিং।
সুশান্তের সঙ্গে ফাজের ছবি শেয়ার করেছেন প্রিয়াংকা। সঙ্গে লিখেছেন— ফাজ, তুমি তোমার বন্ধুর সঙ্গে স্বর্গে যোগ দিলে। তোমাদের অনুসরণ করব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত হৃদয়ভাঙা থাকবে।
২০২০ সালের ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে সুশান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সুশান্তের মৃত্যুর কারণ নিয়ে এখনো তদন্ত চলছে। কিছু দিন আগেই যে হাসপাতালে অভিনেতার ময়নাতদন্ত হয়েছিল, সেখানকার এক মর্গকর্মীর বিস্ফোরক সাক্ষাৎকার সামনে আসে। তার দাবি— সুশান্তের দেহ দেখে আত্মহত্যা করেছেন বলে মনে হয়নি। বরং মনে হয়েছিল যে, তাকে খুন করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: