সরকার দেশের সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছে : মির্জা ফখরুল

তিনি বলেন, ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে এই সরকারের মন্ত্রী-এমপিসহ দলের লোকজন জড়িত। এই সরকার বাংলাদেশের সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছে।

সরকার দেশের সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছে : মির্জা ফখরুল
খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির শ্রদ্ধা

প্রথম নিউজ, ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিত্যপণ্যের বাজারে আগুন। সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ সরকারই এই দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে এবং তাদের বাজার নিয়ন্ত্রণ করার কোনো সক্ষমতাই নেই। 

আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাঁচুরিয়া এলাকায় বিএনপির মরহুম মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে এই সরকারের মন্ত্রী-এমপিসহ দলের লোকজন জড়িত। এই সরকার বাংলাদেশের সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছে। দেশের মানুষকে ভায়াবহ একটা অবস্থার দিকে ঠেলে দিচ্ছে সরকার।  তিনি বলেন, সরকার দলীয় নেতাকর্মীদের দুর্নীতি সর্ব মহলে ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে। পরিকল্পিতভাবে এই সরকার দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। সাধারণ মানুষের কথা তারা চিন্তাও করে না। 

নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামীতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভোটারবিহীন সরকারকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে আর কোনো সুযোগ দেওয়া হবে না। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।

এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহারসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খোন্দকার দেলোয়ার হোসেন ১৯৩৩ সালের ১ ফেব্রুয়ারি ঘিওর উপজেলা বালিয়াখোড়া ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামে জন্মগ্রহন করেন। ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর) আসনের সংসদ্য ছিলেন। ২০০৭ সাল থেকে আমৃত্যু তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom