সাম্য হত্যার বিচার চেয়ে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন

সাম্য হত্যার বিচার চেয়ে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম নিউজ, অনলাইন:ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে সমাবেশ করেছে ইনস্টিটিউটটির শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় উপাচার্যের বাসভবনের সামনে মানববন্ধন করেন তারা। এসময় শিক্ষার্থীদের হাতে ‘বহিরাগত মুক্ত ক্যাম্পাস চাই’, ‘নিরাপদ ঢাবি চাই’, ‘ক্যাম্পাসে নিরাপত্তা চাই’সহ নানা ফেস্টুন দেখতে পাওয়া যায়।

এসময় আইআর এর ২৫তম ব্যাচের শিক্ষার্থী সাম্যের সহপাঠী উক্ত ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে উল্লেখ করে বলেন, সাম্যের সাথে যা ঘটেছে তা যেন আর কারো সাথে না ঘটে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করে। আর কারোর জন্য যেন ভিসির বাসভবনের সামনে আমাদের না দাঁড়াতে হয়।

২৫তম বাচের অন্য এক শিক্ষার্থী শাহেদুর রহমান বলেন, কাল রাত ১১টার দিকে নবীনবরণ শেষ করে আমরা ৬জন বন্ধু ভিসি চত্বর ছিলাম। সাম্যের লাস্ট কথা ছিলো, দুই মিনিট দাড়া আমি আসছি।
তারপর আমি তাকে আর আসতে দেখিনি, আমরা তার লাশ দেখেছি। 

সোহরাওয়ার্দী উদ্যানকে বিষফোঁড়া বলে দাবি করে শাহেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষফোঁড়া সোহরাওয়ার্দী উদ্যান। বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান পাঁচশত অবৈধ দোকান, মাদকের আড্ডা আর পাগলের বসবাসের স্থান। আমরা আর কোনো সাম্যের মৃত্যু চাই না।
সাম্যের মতো কোন বন্ধু বা ছোট ভাই আমি আর হারাতে চাই না। আমরা সোহরাওয়ার্দী উদ্যানের স্থায়ী সমাধান চাই। আপনারা পাশে থাকলে আমরা সবাই মিলে মাদকের আড্ডা গুড়িয়ে দিতে চাই।

মঙ্গলবার (১৩ মে) মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
সাম্য সিরাগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা ফখরুল আলমের ছেলে।