কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের উপরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের উপরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, বিধান বিশ্বাস (৪২) ও এনতারুজ্জামান(৪৩) । আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন। খিলগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. হাসান জানান, খিলগাঁও ফ্লাইওভারের উপরে মোটরসাইকেলকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরো জানান, তাদের কাছে থাকা ভোটার আইডি কার্ড দেখে তাদের নাম, পরিচয় জানা গেছে। তারা হলেন, বিধান বিশ্বাস। পিতার নাম রশনী বিশ্বাস, ঠিকানা খুলনা জেলার ফুলতলা। অপরজন এনতারুজ্জামান। পিতার নাম আব্দুস সালাম। ঠিকানা ভাটারা, বাড্ডা, ঢাকা। দু'জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews