নারীর ওড়না ধরে টান : ২ পুলিশ সদস্য প্রত্যাহার

ওই নারীর ফেসবুক লাইভ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের পর বনানীর শেরাটন হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নারীর ওড়না ধরে টান : ২ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রথম নিউজ, ঢাকা: ‘পুলিশের দুই সদস্য ওড়না ধরে টান দিয়েছেন’, রাজধানীর বনানী থেকে ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ তুলেছেন এক নারী। এ ঘটনায় ডিএমপির গুলশান বিভাগের দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

ওই নারীর ফেসবুক লাইভ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের পর বনানীর শেরাটন হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই দুই কনস্টেবল গুলশান বিভাগের এক অতিরিক্ত উপ-কমিশনারের দেহরক্ষী ও গাড়িচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। দুই কনস্টেবল প্রত্যাহারের বিষয়ে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ফেসবুক লাইভে করা অভিযোগের ভিত্তিতে দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে।

ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এক নারী একটি পুলিশের পিকআপের সামনে দাঁড়ানো এক ব্যক্তিকে গালাগাল করে বলছেন, এই ব্যক্তি তার ওড়না ধরে টান দিয়েছেন। সেখানে সাধারণ পোশাকে থাকা দুই ব্যক্তি পুলিশ সদস্য বলে তিনি (ভুক্তভোগী) নিশ্চিত হন। এ সময় তাকে পুলিশ সদস্যদের উদ্দেশে গালাগাল করতে শোনা যায়। পাশে থাকা এক যুবককে তার স্বামী পরিচয় দিয়ে ওই নারী বলেন, এক পুলিশ সদস্য তার স্বামীর শার্ট ছিঁড়ে ফেলেছেন।

ফেসবুকে লাইভ করার আগে ওই এলাকার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ওই নারী হেঁটে যাচ্ছেন। পেছনে তার স্বামী পরিচয়দানকারী ব্যক্তির হাত ধরে দুই পুলিশ সদস্যের টানাহেঁচড়া চলছে। তবে ওই নারীর সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটতে দেখা যায়নি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom