সানিয়ার যেখানে শুরু সেখানেই শেষ

সানিয়াই প্রথম ভারতীয় যিনি সিঙ্গেলসে ডব্লিউটিএ ট্যুর খেতাব জিতেছিলেন। ডব্লিউটিএ ফাইনালস জেতার কৃতিত্বও রয়েছে তার দখলে।

সানিয়ার যেখানে শুরু সেখানেই শেষ
সানিয়ার যেখানে শুরু সেখানেই শেষ

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ভারতীয় টেনিসের ‘পোস্টার গার্ল’ সানিয়া মির্জা। ভারতের হায়দরাবাদে জন্ম এই টেনিস তারকার। সেখানেই তার টেনিস খেলা শুরু। আগামী রোরবার সানিয়া তার শেষ ম্যাচটি খেলবেন হায়দরাবাদের এলবি টেনিস স্টেডিয়ামে। তার ভক্ত ও অনুরাগী সেই ম্যাচের টিকিট কোথায় পাবেন, সেই তথ্যটি তিনি নিজেই জানিয়েছেন।–খবর জিও নিউজের। টেনিস থেকে অবসরের পর সানিয়াকে দেখা যাবে ক্রিকেটে। নারী আইপিএলে স্মৃতি মান্ধনা, রিচা ঘোষদের ফ্র্যাঞ্চাইজি আরসিবির মেন্টর হিসেবে থাকছেন তিনি।

সানিয়াই প্রথম ভারতীয় যিনি সিঙ্গেলসে ডব্লিউটিএ ট্যুর খেতাব জিতেছিলেন। ডব্লিউটিএ ফাইনালস জেতার কৃতিত্বও রয়েছে তার দখলে। গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি জাতীয় দলের হয়েও সাফল্যের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন।
লিয়েন্ডার পেজের সঙ্গে তিনি জুটি বেধে ২০০৬ সালের দোহা এশিয়ান গেমসের মিক্সড ডাবলসে সোনা জেতেন।

জিও নিউজের খবরে বলা হয়েছে, সানিয়া মির্জা বুধবার ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেন। তাতে মনে হচ্ছে অবশেষে দুবাইয়ে বসন্ত এসে গেছে। একটি রৌদ্রোজ্জ্বল বিকালে এই উপসাগরীয় শহরে গ্রেপ্স কালারের সুন্দর একটি পোশাক পরে ছবি পোস্ট করেন ৩৬ বছর বয়সি এই ক্রীড়াবিদ। সানিয়ার গায়ে ছিল একই রংয়ের লিনেন শার্ট এবং সুতির প্যান্ট। রৌদ্রোজ্জ্বলতা ও তার পোশাক এক সঙ্গে মিশে গিয়ে মনে হচ্ছিল তিনি সতেজ বসন্তের আভা ছড়াচ্ছেন।

এক সন্তানের জননী নিজের শহর হায়দরাবাদে আসার আগে দুবাইতে (নিজের বাড়ি) কিছু দিন অবসর সময় কাটিয়েছেন। হায়দরাবাদে ২০ বছর টেনিস খেলেছেন, আর সেখান থেকে টেনিসকে বিদায় জানানোর জন্য তিনি ভারতে এসেছেন।  বিদায়ী ম্যাচে অংশ নেওয়া আগে তার ভক্ত এবং টেনিস প্রেমীরা কোথায় টিকিট পাবেন, সেই তথ্যটি নিজেই জানিয়েছেন তিনি। বহুল প্রতীক্ষিত মেগা ইভেন্টের নাম ‘গেম, সেট, সেলিব্রেট’। হায়দরাবাদের এলবি টেনিস স্টেডিয়ামে আগামী রোববার এ খেলা অনুষ্ঠিত হবে।

সানিয়া তার ইনস্টাগ্রামের ছবির পোস্টে লিখেছেন, ‘আমি খেলার জন্য প্রস্তুত; হায়দরাবাদে ৫ মার্চ ‘সেট ও সেলিব্রেট’ করুন। বিশ্বব্যাপী হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করার জন্য মুম্বাইয়ে এই ক্রীড়া সেলিব্রিটিকে ‘স্পোর্ট স্টার এসেস ইন্সপিরেশনাল আইকন’ পুরস্কার দেওয়া হয়।

তিনি তার ভক্ত, পরিবার এবং অনুষ্ঠানে উপস্থিত সবাই ধন্যবাদ জানিয়ে বলেন, আমি এখানে আসতে পেরে সম্মানিত বোধ করছি। গত কয়েক মাস আবেগপূর্ণ অবস্থার মধ্য দিয়ে গিয়েছি। কারণ আপনি জানেন এই সময়ে অনেক কিছু ঘটছে এবং অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: