সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ সদর ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় এ ঘটনা ঘটে।

প্রথম নিউজ, সুনামগঞ্জ: বিদ্যুৎ, গ্যাস, গণপরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ সদর ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় এ ঘটনা ঘটে।
পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা কয়েক গজ সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানেই তারা বিক্ষোভ কর্মসূচি সংক্ষিপ্ত করে।
বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেয়। তবে মিছিলটি শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে আলফাত স্কয়ারের দিকে যেতে চাইলে ডাচ বাংলা ব্যাংক এলাকায় পুলিশ বাধা দেয়।
এ সময় পুলিশকে অনুরোধ করে তারা বলেন, আমরা কোনো উস্কানিমূলক কাজ করছি না। আমাদের বাধা দেবেন না। আপনারা আপনাদের দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করুন। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে আমাদের কাজে বাধা না দিয়ে আমাদের সাহায্য করুন। আপনাদের মতো আমরাও স্বাধীন দেশের মানুষ।
জেলা বিএনপির সহ-সভাপতি ও বিক্ষোভ মিছিল কর্মসূচির টিম লিডার আকবর আলীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেরেনুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ দিশেহারা। নিত্যপ্রয়োজনীয় দ্রবের দাম নাগালের বাইরে। সারা দেশের মানুষ এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে। এই সরকারকে রেখে যেভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, তেমনি এই সরকারের আমলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করাও সম্ভব না। এই সরকারের নেতারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews