স্ত্রী ঐশ্বরিয়ার ভয়ে দীপিকার প্রশংসা করলেন না অভিষেক!

 স্ত্রী ঐশ্বরিয়ার ভয়ে দীপিকার প্রশংসা করলেন না অভিষেক!
স্ত্রী ঐশ্বরিয়ার ভয়ে দীপিকার প্রশংসা করলেন না অভিষেক-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : অভিনেত্রী দীপিকা পাডুকোনকে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। অভিষেকও কি তাকে ভালোবাসেন? অন্তত দাসভি সিনেমার সংলাপ তাই বলছে। তবে সেটি কি শুধুই সংলাপ ছিল, নাকি মনের কথা? দলবল নিয়েই কপিল শর্মা শোতে উপস্থিত ছিলেন অভিষেক, সেখানেই এমন প্রশ্নের মুখে পড়লেন তিনি।

কপিল নিজেও দীপিকার অন্ধ ভক্ত। তার চেহারার ভোল পাল্টে যায় দীপিকার নাম শুনলেই। যথারীতি অভিষেককে সামনে পেতেই জিজ্ঞেস করলেন, সেই লাইন– দীপিকাকে সবাই ভালোবাসে এটা স্ক্রিপ্টে ছিল নাকি নিজের মতো করেই বলে দিয়েছিলেন? বিপদ বুঝেই অভিষেকের জবাব, আরে না না! লেখাই ছিল, না হয় আমি অন্যকিছু বলে দিতাম। দিন শেষে বাড়িতে তো ঢুকতে হয় কপিল। তার জবাবে হেসে খুন সবাই।

বলাই বাহুল্য, স্ত্রী ঐশ্বরিয়ার ভয়েই এ কথা বলেছেন অভিষেক। তাহলে কী শান্তিতে প্রশংসা করতেও বাঁধে তার? যদিওবা দীপিকার সঙ্গে খুব কম ছবিতেই অভিনয় করেছেন অভিষেক, তার মধ্যে একটি হ্যাপি নিউ ইয়ার।

প্রসঙ্গত, সিনেমাতে অভিষেক বচ্চন ছাড়াও দেখা গেছে ইয়ামি গৌতম ও নিমৃত কউরকে। পরিচালনা করেছেন তুষার জলোটা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom