চার দিনব্যাপী চ্যানেল আইয়ের জন্মদিনের অনুষ্ঠান

চার দিনব্যাপী চ্যানেল আইয়ের জন্মদিনের অনুষ্ঠান

প্রথম নিউজ, ডেস্ক :  বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ পথচলার ২২ বছর অতিক্রম করেছে ৩০ সেপ্টেম্বর।

১ অক্টোবর থেকে ২৩ বছরের পথচলা শুরু হবে চ্যানেল আইয়ের। এবারের স্লোগান হৃদয়ে বাংলাদেশ নিয়ে— ‘স্বাধীনতার ৫০-এ, চ্যানেল আই ২৩-এ’।

১ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে তৈরি মঞ্চে বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে চ্যানেল আই পরিবারের সদস্যরা বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রথম প্রহরের একটি দীর্ঘ কেক কাটবেন। ১ অক্টোবর দিনভর চ্যানেল আইয়ের পর্দায় থাকবে মুগ্ধকর পরিবেশনা।

এসব পরিবেশনার মধ্যে থাকবে ১ অক্টোবর বেলা ১১টা ৫ মিনিট থেকে দিনব্যাপী দেখানো হবে চ্যানেল আই স্টুডিও থেকে উৎসব উদযাপনের নানা আয়োজন নিয়ে সরাসরি সম্প্রচার— ‘স্বাধীনতার ৫০-এ চ্যানেল আই-২৩’। অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।

বিকাল ৩টা ৫ মিনিটে প্রচার হবে আজম খানের রচনা ও শুভ্রত চক্রবর্তীর পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘জলরঙের মানুষ’। এতে অভিনয় করেছেন মম, ইমন প্রমুখ।

সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রকৃতি ও জীবন-এর বিশেষ আয়োজন অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের এবারের পর্ব ‘যুক্তরাষ্ট্রের জীববৈচিত্র্য নিয়ে বিশেষ অনুষ্ঠান’।

রাত ৮টায় রয়েছে ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় আরফান নিশো ও মেহজাবিন চৌধুরীর প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পুনর্জন্ম-২’। এ ছাড়া ২ অক্টোবর রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় চ্যানেল আইয়ের ২৩ বছরে পদার্পণ উপলক্ষ্যে হৃদয়ে মাটি ও মানুষের বিশেষ পর্ব ‘মাটির নায়ক’।

৩ অক্টোবর রাত ১০টায় রয়েছে শাকিলা জেসমিনের পরিচালনায় চ্যানেল আইয়ের বার্তা বিভাগ নির্মিত বিশেষ অনুষ্ঠান ‘করোনাকালে সংবাদ জীবন’।

৪ অক্টোবর রাত ১০টায় দেখানো হবে তাহের শিপনের পরিচালনায় বাংলাদেশ সরকারের মেগাপ্রকল্পের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান ‘উন্নয়ন সহযোগী চ্যানেল আই’। তথ্যগুলো জানিয়েছেন চ্যানেল আইয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা সেলিম নূর।