নবীনগরে ফের দুই গ্রামবাসীর সংঘর্ষে আশঙ্কা

নবীনগরে ফের দুই গ্রামবাসীর সংঘর্ষে আশঙ্কা

প্রথম নিউজ, অনলাইন: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই গ্রামের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ফের বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। হত্যাকাণ্ড ঘিরে দুইপক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে। এ ছাড়া পাল্টাপাল্টি মানববন্ধনও করেছেন দুই গ্রামবাসী। ‍দুই পক্ষের লোকজনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক কথা বলছেন।
ফলে যে কোনো সময় বড় সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী তৎপর রয়েছে।  

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল ও বাড্ডা গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। সম্প্রতি সলিমগঞ্জ বাজারের একটি  দোকানে বাড্ডা গ্রামের কয়েকজন যুবকের বাকি খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাড়াইলের লোকজন তাদের বেধড়ক পেটায়।
এর জেরে ওই দিনই বাড্ডা গ্রামের লোকজন বাড়াইল গ্রামে হামলা চালায়। পরে বাড়াইল গ্রামের লোকজনও গত ২৯ এপ্রিল বাড্ডা গ্রামে হামলা করে। এ সময় বাড্ডা গ্রামের বাসিন্দা মুন্সি আজিজ মিয়া (৫২) নিহত হন। এ ঘটনায় আজিজের স্ত্রী সাহেরা বেগম বাড়াইর গ্রামের সাংবাদিক নেতা নবীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, যুগান্তর পত্রিকার নবীনগর প্রতিনিধি মোস্তাক আহমেদ উজ্জ্বলকে প্রধান আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।
ওই মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে বাড়াইল গ্রামে হামলার ঘটনায় বাড়াইলের বাসিন্দা আনোয়ারা বেগম বাদী হয়ে বাড্ডা গ্রামের ৩১ জনের নাম উল্লেখ করে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে নবীনগর থানায় একটি মামলা করেন।
 

এদিকে হত্যা মামলায় সাংবাদিককে আসামি করায় প্রতিবাদ জানিয়ে গত রবিবার মানববন্ধন করেছে নবীনগর প্রেস ক্লাব। এ ছাড়া হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সোমবার বাড্ডা গ্রামের লোকজন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।