ক্ষমতায় গেলে প্রবাসীদের নিয়ে পরিকল্পনার কথা জানালেন জামায়াতের আমীর

ক্ষমতায় গেলে প্রবাসীদের নিয়ে পরিকল্পনার কথা জানালেন জামায়াতের আমীর

প্রথম নিউজ, অনলাইন:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, তাঁর দল যদি ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে প্রবাসীদের স্বার্থ রক্ষায় তারা বিশেষ গুরুত্ব দেবে। তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে জামায়াত ইতোমধ্যেই দফায় দফায় আলোচনায় বসেছে এবং বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে যেসব দেশে প্রবাসীদের নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা নেই ও কর্মজীবনের শেষে দেশে ফিরে আসার সুযোগ সীমিত, সেইসব প্রবাসীদের মৃত্যু-পরবর্তী মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে জামায়াত রাষ্ট্রীয় উদ্যোগ নিতে আগ্রহী বলে জানান তিনি।
ডা. শফিকুর রহমান জানান, বিদেশে অনেক প্রবাসী আছেন, যারা জানেন না তারা জীবিত দেশে ফিরতে পারবেন কি না।
মৃত্যুর পর তাদের লাশ দেশে পাঠানো নিয়ে পরিবারের অনেক দুশ্চিন্তা থাকে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং ভবিষ্যতে এ নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার চিন্তা করছি।