মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর

মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর

প্রথম নিউজ, অনলাইন:  রাশিয়ার রাজধানী মস্কোতে টানা দ্বিতীয় রাতের মতো ভয়াবহ ড্রোন হামলার চালিয়েছে ইউক্রেন। এই হামলার কারণে নিরাপত্তার স্বার্থে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে রুশ কর্তৃপক্ষ। 

রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াটসিয়া জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে অস্থায়ীভাবে বন্ধ রাখা চারটি বিমানবন্দর হচ্ছে, ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকোভস্কি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, হামলার পর কয়েকটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।
 
মস্কোর মেয়র সেরগেই সোব্যানিন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, শহরের বিভিন্ন দিক থেকে আসা ইউক্রেনের অন্তত ১৯টি ড্রোন ধ্বংস করা হয়েছে। কিছু ড্রোনের ধ্বংসাবশেষ রাজধানীর গুরুত্বপূর্ণ মহাসড়কে পড়লেও, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। 

এদিকে ইউক্রেন এখনো এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ইউক্রেনের খারকিভ শহরের মেয়র জানিয়েছেন, খারকিভ ও কিয়েভ অঞ্চলে রাশিয়াও পাল্টা ড্রোন হামলা চালিয়েছে।

কুরস্কের রিলস্ক শহরের একটি বিদ্যুৎ উপকেন্দ্র সোমবার ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার কিনশটেইন। ওই হামলায় দুজন কিশোর আহত হয়েছে বলে জানান তিনি।

রুশ সামরিক ব্লগারদের দাবি অনুযায়ী, ইউক্রেনীয় বাহিনী সোমবার সীমান্ত অতিক্রম করে কুরস্কে প্রবেশের চেষ্টা চালিয়েছে। এ সময় তারা মাইনফিল্ড অতিক্রম করে ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি সাঁজোয়া যান নিয়ে আক্রমণ চালিয়েছে বলে জানান ব্লগাররা।