শান্তিতে নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন
বর্ণবাদী ব্যবস্থা বাতিলে সংগ্রামী ভূমিকার জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান।
প্রথম নিউজ, ঢাকা: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং শান্তিতে নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু (৯০) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডেসমন্ড টুটুকে বিদেশী পর্যবেক্ষক এবং তার দেশের জনগণ জাতির নৈতিক বিবেক হিসেবে বর্ণনা করেছেন। স্থানীয় সময় রবিবার তিনি কেপ টাউনে মারা গেছেন।
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সমসাময়িক ডেসমন্ড টুটু। তিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী ব্যবস্থা বাতিলে গুরুত্বপূর্ণ ভূমিকার পালন করেছেন।
বর্ণবাদী ব্যবস্থা বাতিলে সংগ্রামী ভূমিকার জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান।
জানা গেছে, ১৯৩১ সালের ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালের ক্লের্কড্রপ জন্মগ্রহণ করা টুটু লন্ডনের কিংস কলেজ থেকে ধর্মতত্ত্বে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
পড়াশোনার পাঠ চুকিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যান তিনি। এরপর ধর্মতত্ত্ব পড়াতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। ধীরে ধীরে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি।
সূত্র: গার্ডিয়ান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: