সাঈদীর মৃত্যুতে শোক : এবার কিশোরগঞ্জ ছাত্রলীগের ৭ নেতাকে অব্যাহতি
শুক্রবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রথম নিউজ, কিশোরগঞ্জ: জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে স্ট্যাটাস দেয়ায় এবার কিশোরগঞ্জে ছাত্রলীগের ৭ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই সাত নেতাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছেও সুপারিশ পাঠিয়েছেন তারা।
অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতারা হলেন- কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া রাজু, রাকিব চৌধুরী ও ওয়াসিম খান এবং যুগ্মসাধারণ সম্পাদক মো: নাহিদ হাসান, পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: সাদ্দাম হোসেন, একই উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: নাছির এবং একই উপজেলার বুরুদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদ মো: রাকিব আল হাসান ডেবিড রাকিব।
জানা গেছে, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা যাওয়ার পর সারা দেশের মতো কিশোরগঞ্জেও হাজার হাজার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছিলেন।
তাদের মধ্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ছিলেন। এসব স্ট্যাটাসে দলীয়ভাবে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা। এ কারণে ছাত্রলীগের ওই সাত না থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। বাকি যারা স্ট্যাটাস দিয়েছিলেন তাদেরও খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছে ছাত্রলীগ।
গতকাল সন্ধ্যায় ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। সেই সংগঠনে নীতি ও আদর্শ ভুলে নৈতিক অবক্ষয় হওয়া কারোর স্থান নেই।
জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন নয়া দিগন্তকে বলেন, সাঈদী মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে সাজাপ্রাপ্ত একজন আসামি। আমাদের সরকারের সময় তার সাজা হয়েছে। সুতরাং তার মৃত্যু নিয়ে শোক জানানোর কিছু নেই। কিন্তু কিশোরগঞ্জ জেলার ওই ছাত্রলীগ নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। এটা আমাদের দলের জন্য সম্মানহানিকর হয়েছে। এ কারণে তাদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এ ব্যাপারে অব্যাহতি পাওয়া ছাত্রলীগের সাত নেতার মধ্যে চার নেতা গণমাধ্যমের সাথে কোনো কথা বলতে রাজি হননি। তাদের অবস্থান পরে জানানো হবে বলে জানিয়েছেন তারা। তবে অব্যাহতি পাওয়া পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: সাদ্দাম হোসেন, একই উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: নাছির এবং একই উপজেলার বুরুদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদ মো: রাকিব আল হাসান ডেবিড রাকিব দাবি করেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে আমরা যে পোস্ট করেছিলাম তা পক্ষান্তরে আওয়ামী লীগের পক্ষেই যায়। কিন্তু আমাদের দলীয় প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে জেলা ছাত্রলীগকে উসকে দিয়েছে।