বিএনপি নয়, অস্তিত্বের সংকটে পড়বে আওয়ামী লীগ : মির্জা আব্বাস

শ‌নিবার (৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি নয়, অস্তিত্বের সংকটে পড়বে আওয়ামী লীগ : মির্জা আব্বাস
শাহবাগ থানা  বিএনপি’র পদযাত্রা

প্রথম নিউজ,অনলাইন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ব‌লে‌ছেন, বিএনপি নির্বাচনে না গেলে অস্তিত্ব সঙ্কটে পড়বে না, বরং আওয়ামী লীগেরই অস্তিত্বের সঙ্কট তৈরি হবে। বিএনপির অস্তিত্ব সঙ্কটে কোনোদিনই ছিল না, কোনোদিন পড়বেও না। শ‌নিবার (৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানার উদ্যোগ গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে পদযাত্রার কর্মসূচির আয়োজন করা হয়।

মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগের এক মন্ত্রী বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আমরাও চাই সংবিধান অনুযায়ী নির্বাচন হোক। কিন্তু এই আওয়ামী লীগের কাটাছেঁড়া করা সংবিধান দিয়ে বিএনপি নির্বাচনে যাবে না। তারা বলে, বিএনপি নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে পড়বে, বিএনপি নির্বাচনে না এলে আওয়ামী লীগ অস্তিত্ব সংকট পড়বে। ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপি ধ্বংস করতে পারে নাই, ওয়ান ইলেভেনের সময় বিএনপি ভাঙার চেষ্টা করা হয়েছে কিন্তু সফল হয়নি। বিএনপির অস্তিত্ব সংকটে কোনোদিনই ছিল না, কোনোদিনই পড়বে না।’

তি‌নি ব‌লেন, ‘আমাদের পদযাত্রায় কোনো অশান্তি হবে না। বিএনপি শান্তির দল, আমরা শান্তি বজায় রাখবো। অশান্তির মূলে এই সরকার। এই সরকার টাকা পাচার করছে, দুর্নীতি করেছে, নানাভাবে অশান্তি সৃষ্টি করেছে। আজকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে।’ তিনি আরো বলেন, ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে এলে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আওয়ামী লীগ বলেছিল, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না। এবার আমরাও বলছি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যাব না।’

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতসহ শাহবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: