উত্তর কোরিয়ায় দুর্ভিক্ষের আশংকা

এ সপ্তাহেই সেখানে অনাহারে মানুষ মারা যেতে পারে বলে জানিয়েছে বহুবিধ সূত্র।

উত্তর কোরিয়ায় দুর্ভিক্ষের আশংকা
দুর্ভিক্ষের আশংকা উত্তর কোরিয়ায়

প্রথম নিউজ, ডেস্ক: উত্তর কোরিয়ায় ভয়াবহ খাদ্য ঘাটতি বৃদ্ধি পাওয়া নিয়ে ক্রমশ বাড়ছে আশঙ্কা। এ সপ্তাহেই সেখানে অনাহারে মানুষ মারা যেতে পারে বলে জানিয়েছে বহুবিধ সূত্র। কোনো কোনো বিশেষজ্ঞ বলেন, ১৯৯০-এর দশকে দেশটিতে ‘আরদুয়াস মার্চ’ নামে দুর্ভিক্ষ দেখা দেয়। তারপর এখন দেশটির অবস্থা আরও খারাপ। আরদুয়াস মার্চের ফলে গণহারে মানুষ ছিলেন অনাহারে। হাজার হাজার মানুষ মারা গিয়েছিলেন। তখন দেশটিতে জনসংখ্যা ছিল প্রায় দুই কোটি। তার মধ্যে শতকরা ৩ থেকে ৫ ভাগ মানুষ মারা যান। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।  বাণিজ্যিক ডাটা, স্যাটেলাইটের ছবি, জাতিসংঘ এবং দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষের মূল্যায়ন বলছে, মানুষের সর্বনিম্ন মানবিক চাহিদা পূরণের জন্য যেটুকু খাবার দরকার, সংগ্রহে আছে তার থেকে কম। এ তথ্য পিটারসন ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের গবেষক লুকাস রেঙ্গিফো-কেলারের।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: