গাজীপুরে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি পদযাত্রা

পুলিশি বাধা উপেক্ষা করে গাজীপুরের বিভিন্ন থানায় পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।

গাজীপুরে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি পদযাত্রা

গাজীপুর জেলা সংবাদদাতাঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুর মহানগরের বিভিন্ন থানায় পৃথক পদযাত্রা করেছে বিএনপি। শনিবার বিকেলে বাসন থানা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে ও সদস্য সচিব গাসিক কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরীর মুসার সঞ্চালনায় স্থানীয় নাওজোর এলাকায় পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপি'র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আরো বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম, মহানগর  বিএনপির সদস্য সচিব মোঃ শওকত হোসেন সরকার। উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদ, মহানগর বিএনপি নেতা সরকার জাবেদ আহমেদ সুমন, মোঃ আব্দুর রহিম খান কালা, তানভীর সিরাজ, মহানগর কৃষক দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর উলামা দলের সদস্য সচিব মোঃ খোকন বিশ্বাস, মহানগর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান মিরনসহ বাসন থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। পরে পুলিশের বাধা উপেক্ষা করে শান্তিপূর্ণ একটি পথযাত্রা বের হয়।
শনিবার সকালে পুলিশের বাধা উপেক্ষা করে পদযাত্রা বের করে নগরীর পূবাইল থানা বিএনপি। শান্তিপূর্ণ পদযাত্রায় বিনা উস্কানীতে পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন পূবাইল থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি। শনিবার সকাল ৯টায় ঢাকা-বাইপাস সড়কের মিরের বাজার থেকে পদযাত্রাটি শুরু হয়। কিছুদূর এগুতেই পুলিশ শান্তিপূর্ণ পদযাত্রায় বাধা দেয়। পুলিশের বাধা ঠেলে পদযাত্রাটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণকালে বিনা উস্কানীতে পুলিশ পদযাত্রায় ব্যাপক লাঠিচার্জ শুরু করে। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। লাঠিচার্জে বিএনপি নেতা সুলতান উদ্দিন চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আইনজীবী নজরুল ইসলাম খান বিকি, বিল্লাল হোসেনসহ ১০ জন আহত হন। এর আগে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পূবাইল থানা বিএনপির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, বিএনপি নেতা আব্দুল আলীম মোল্লা, মোবারক হোসেন, আবু বকর আবু, মীর আতাউর রহমান, ইসলাম উদ্দিন খান রবি, আলতাফ হোসেন, আফজাল হোসেন, মো. সালাহ উদ্দিন প্রমুখ।
অপরদিকে শরিবার সকাল ১০টায় পুলিশের বাধা উপেক্ষা করে টঙ্গী পশ্চিম থানা বিএনপির একটি পদযাত্রা স্থানীয় চেরাগ আলী মার্কেট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, মহানগর বিএনপি নেতা মাহবুবুল আলম শুক্কুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, আজিজুল হক রাজু মাস্টার, আতাউর রহমান আতিক, শেখ সুমন, তাজুল ইসলাম বেপারী, সেলিম কাজল, আব্দুর রহমান প্রমুখ। মহানগরীর বিভিন্ন স্থানে পৃথক পথযাত্রা  থেকে বেশ কয়েক জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: