ফিলিপাইনে বন্দুকধারীদের গুলিতে প্রাদেশিক গভর্নরসহ নিহত ৬

শনিবার এ ঘটনা ঘটে বলে নিহত গভর্নরের স্ত্রী জ্যানিস দেগামো জানিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ফিলিপাইনে বন্দুকধারীদের গুলিতে প্রাদেশিক গভর্নরসহ নিহত ৬
ফিলিপাইনে বন্দুকধারীদের গুলিতে প্রাদেশিক গভর্নরসহ নিহত ৬

প্রথম নিউজ, ডেস্ক: অজ্ঞাত বন্দুকধারীরা ফিলিপাইনের নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর রোয়েল দেগামো ও অন্য ৫ জনকে গুলি করে হত্যা করেছে। শনিবার এ ঘটনা ঘটে বলে নিহত গভর্নরের স্ত্রী জ্যানিস দেগামো জানিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। স্থানীয় পুলিশ বলছে, রাইফেলসহ সন্দেহভাজন ৬ জন ব্যক্তি সশস্ত্রবাহিনীর পোশাক পরে গভর্নরের পামপ্লোনা শহরের বাড়িতে প্রবেশ করে এবং গুলি করতে শুরু করে। এতে গভর্নরসহ মোট ৬ জন নিহত হয়েছেন। নিহত গভর্নরের স্ত্রী জ্যাসিন দেগামো নিজের শহর পামপ্লোনার মেয়র। তিনি ফেসবুকে ভিডিও পোস্ট করে জানিয়েছেন, গভর্নর দেগামোর এমন মৃত্যু প্রাপ্য ছিল না। শনিবার তিনি নিজের নির্বাচনী এলাকার সেবা করতে গিয়েছিলেন। এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মারকোস। তিনি হামলাকারীদের আত্মসমর্পণ করতে বলেছেন।

অন্যথায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, হায়েনার মতো এই অপরাধীদের বিচার আওতায় না আনা পর্যন্ত তার সরকার স্থির হবে না। ওদিকে গুলিতে আহত অন্য চারজন ব্যক্তির অবস্থা কি তা জানা যায়নি। প্রাদেশিক পুলিশের এক মুখপাত্র কিম লোপেজ বলেছেন, যেসময় তিনি নির্বাচনী এলাকার জনগণের মধ্যে সাহায্য বিতরণ করছিলেন, তখনই তাকে গুলি করা হয়েছে।  পুলিশ বলেছে, তারা ৬ জন অস্ত্রধারী সহ ১০ জন সন্দেহভাজনকে খুঁজছে। গুলি করার পর হামলাকারীরা দুটি এসইউভি এবং একটি পিকআপ ট্রাকে উঠে পালিয়ে যায়। পরে কাছাকাছি একটি স্থানে তা ফেলে পালিয়ে যায়। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: