শিশুসহ ৩৭ যাত্রী নিয়ে উল্টে গেল পিকনিকের বাস

পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। এ দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন

শিশুসহ ৩৭ যাত্রী নিয়ে উল্টে গেল পিকনিকের বাস
শিশুসহ ৩৭ যাত্রী নিয়ে উল্টে গেল পিকনিকের বাস

প্রথম নিউজ, মেহেরপুর : মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলার তেরাইল নামকস্থানে পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। এ দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে দ্রুত গতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত ১২ জনকে গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহতদের সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে নারী, পুরুষ আর শিশুসহ ৩৭ জন যাত্রী নিয়ে নাটোরে পিকনিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে হাসান পরিবহন নামের একটি বাস। বাসটি দ্রুত গতিতে তেরাইল ডিগ্রি কলেজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের পাশে উল্টে পড়ে যায়। বাসের ভেতর থাকা যাত্রীরা বাসের মধ্যে আটকে ছিলেন। বামন্দী ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দুর্ঘটনাস্থল থেকে রাজনগর গ্রামের একই পরিবারের চারজনসহ ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে- দেলোয়ার হোসেন (৩৫) ও তার স্ত্রী খাজিরন নেছা (৩০), মেয়ে সুমাইয়া (১০) ও সুামাইহা (৫), একই গ্রামের জুই খাতুন (৭), জোবাইয়া (৪), লিমা খাতুন (২৯), পলি খাতুন (৪০) ও তার ছেলে সম্রাট (১৮), চামেলী খাতুন (৩০) মুক্তি খাতুন (২৯) ও সুরমান আলী (৪০)।

বামন্দী ফায়ার সার্ভিসের টিম লিডার ইছাহাক আলী বলেন, বাস উল্টে যাত্রীরা ভেতরে আটকে পড়েছিলেন। বাস যাত্রীদের বেশিরভাগ আহত হয়েছেন। বাস ফেলে পালিয়ে গেছে চালক ও হেলপার।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মারুফ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি হেফাজতে নেওয়া হচ্ছে। বাসের চালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com