শ্রীপুরে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির প্রচারপত্র বিলি

শ্রীপুরে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির প্রচারপত্র বিলি

প্রথম নিউজ, মাগুরা: আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনে সহযোগিতার আহবান জানিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন বাজারে সাধারণ জনগণের মধ্যে প্রচারপত্র বিলি করেছে উপজেলা বিএনপি। শনিবার বিকালে মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন বাজারে এসব প্রচারপত্র বিলি করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতা-কর্মীরা।

বিকালে শ্রীপুর উপজেলার রাধানগর বাজারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপি সভাপতি বদরুল আলম হিরো, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, উপজেলা যুবদল আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক জাহাঙ্গীর মুন্সী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদল আহ্বায়ক সোহেল মুন্সী সহ আরো অনেকে।