শান্তর বড় লাফ, এগিয়েছেন তাসকিন-হাসান মাহমুদও
বুধবার (২৫ সেপ্টেম্বর) আইসিসির প্রকাশিত হালনাগাদ র্যাংকিংয়ে দেখা যায়, ব্যাটারদের তালিকায় ১৪ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ভারত সফরে বাংলাদেশের ক্রিকেটাররা। সেখানে প্রথম টেস্টে ২৮০ রানের ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে দলের বড় হারের পরও র্যাংকিং দারুণ উন্নতি হয়েছে অধিনায়ক শান্তর। এছাড়া পেসাররাও র্যাংকিংয়ে কিছুটা এগিয়েছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) আইসিসির প্রকাশিত হালনাগাদ র্যাংকিংয়ে দেখা যায়, ব্যাটারদের তালিকায় ১৪ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৮২ রান এসেছিল তার ব্যাটে।
তবে মুশফিক, মুমিনুল, লিটন দাসরা চেন্নাই টেস্টে বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে র্যাংকিংয়ে পিছিয়েছেন। এদিকে দুই ইনিংস মিলিয়ে ৫৭ রান করা সাকিব আল হাসান ব্যাটারদের র্যাংকিং এক ধাপ এগিয়ে উঠেছেন ৪৩-এ।
বল হাতে দারুণ ছন্দ থাকার পুরস্কার পেয়েছেন পেসার হাসান মাহমুদ। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৮৩ রানে ৫ উইকেট নিয়ে বোলারদের র্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। একই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়ে ৮ ধাপ (৬৩তম) এগিয়েছেন তাসকিন আহমেদ। বর্তমানে পাওয়া ৩০৮ রেটিং তার ক্যারিয়ার সেরা। গতি দিয়ে চমক দেখাতে থাকা নাহিদ রানা এক ধাপ এগিয়ে উঠেছেন ৭৮ নম্বরে।