রোহিঙ্গাদের ১৯৯ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক ইভেন্টে এই সহায়তার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ১৯৯ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ২৩৭৮ কোটি ৮০ লাখ ৬২ হাজার টাকা) অনুদান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক ইভেন্টে এই সহায়তার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। পরে দেশটির ডিপার্টমেন্ট অব স্টেট এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে।