লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দৈলজোর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রথম নিউজ লালমনিরহাট: লালমনিরহাটে ওয়াজ মাহফিলের প্যান্ডেল সাজাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দৈলজোর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক রুবেল মিয়া (৩০) সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের সাকোয়া এলাকার আজিজ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, মঙ্গল ও বুধবার দুই দিনব্যাপী সাপ্টিবাড়ী ইউনিয়নের কাচারী মসজিদের পাশে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। সে উপলক্ষে প্যান্ডেল সাজানোর করছিলেন রুবেল মিয়া। কাজের একপর্যায়ে রুবেল বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় উপস্থিত লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, মাহফিল প্যান্ডেলে কাজ করতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে, বিষয়টি শুনেছি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom