লিভারপুলের স্বস্তির জয়, টটেনহ্যামের হোঁচট
অ্যানফিল্ডে রেঞ্জার্সকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। তিন ম্যাচের দুটিতে জেতা ইয়ুর্গেন ক্লপের দল এখন নিজেদের গ্রুপে দ্বিতীয় অবস্থানে।
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: লিগ টেবিলের নয় নম্বরে নেমে যাওয়া লিভারপুলের জন্য জয়টা ছিল খুব জরুরি। নিজেদের ফিরে পাওয়ার মিশনে তাই সপ্তম মিনিটেই অল রেডদের এগিয়ে রাখেন অ্যালেকজান্ডার আর্নল্ড। বিরতির পর লিড দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন মোহাম্মদ সালাহ। সালাহ-আর্নল্ডরা জয় পেলেও ‘ডি’ গ্রুপে আবার পয়েন্ট হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। ইংলিশ ক্লাবটিকে জালে বলই জড়াতে দেয়নি এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।
মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে রেঞ্জার্সকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। তিন ম্যাচের দুটিতে জেতা ইয়ুর্গেন ক্লপের দল এখন নিজেদের গ্রুপে দ্বিতীয় অবস্থানে। সবগুলো ম্যাচ জিতে শীর্ষে আছে নাপোলি। অন্যদিকে প্রতিপক্ষ এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে গতকাল গোলশুন্য ড্র করেছে টটেনহ্যাম।
এই ম্যাচ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম। মার্সেইকে হারিয়ে আসর শুরু করা ইংলিশ দলটি এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয়শূন্য রইল। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে স্পোর্টিং লিসবন। অন্যদিকে ঘরের মাঠে লিভারপুলের শুরুটা হয় দারুণ। দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগ আসে অল রেডদের। তবে নুনেজের শট ঠেকিয়ে দেন রেঞ্জার্সের গোলরক্ষক ম্যাকগ্রেগর। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি স্বাগতিকদের। সপ্তম মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে জালে বল জড়ান আর্নল্ড।
১৫ মিনিটের সময় ব্যবধান আরও বাড়তে পারত। তবে ডান দিক থেকে নেয়া সালাহর নিচু শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক। ৩৪তম মিনিটে আবারও সুযোগ পেয়ে ম্যাকগ্রেগরের দেয়াল ভেদ করতে ব্যর্থ হন নুনেজ। বিরতির আগে আরও তিনটি দুর্দান্ত সেভ করে ব্যবধান বাড়তে দেননি স্কটিশ গোলরক্ষক।
৫৩ তম মিনিটে স্পট-কিকে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। রেঞ্জার্সের বক্সে দিয়াস ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল লিভারপুল। রক্ষণ সামলাতে ব্যস্ত থাকা রেঞ্জার্স প্রথম আশি মিনিটে লক্ষ্যে শট নিতে পারেনি একটিও। কিন্তু ৮৫ ও ৮৬ তম মিনিটে দুটি সহজ সুযোগ পেয়ে হাতছাড়া করে স্কটিশ ক্লাবটি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews