রোহিঙ্গা ক্যাম্পের আরসা শীর্ষ কমান্ডার গ্রেফতার
শুক্রবার (২১ জুলাই) রাতে টেকনাফের শামলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রথম নিউজ, ঢাকা: আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) রোহিঙ্গা ক্যাম্প এলাকার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২১ জুলাই) রাতে টেকনাফের শামলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার নূর মোহাম্মদের তথ্যের ভিত্তিতে আরসা সদস্যদের গ্রেফতারে শামলাপুর-বাহারছড়ার গহীন পাহাড়ি এলাকায় র্যাবের অভিযান চলছে।
এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।