মাশরাফির কাছে অভিযোগ করায় বৃদ্ধ নারীকে মারধর
হাসপাতালের আউটসোর্সিং-এর এক কর্মচারি মারধর করেছে বলে অভিযোগ উঠেছে

প্রথম নিউজ, নড়াইল: নড়াইলে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা হাসপাতালে যাওয়ার পর তার কাছে হাসপাতালের অনিয়মের অভিযোগ করেন এক বৃদ্ধ নারী। অনিয়মের অভিযোগ করায় ওই মহিলাকে রোববার (১৯ ডিসেম্বর) হাসপাতালের আউটসোর্সিং-এর এক কর্মচারি মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, শুক্রবার (১৭ ডিসেম্বর) সদরের বাঁশগ্রামের মিনারুল মোল্যার ১৫ মাসের শিশু কন্যা রুকাইয়া ডায়রিয়া জনিত রোগে সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়। শনিবার নড়াইল-২ আসনের এমপি মাশরাফি সকাল সাড়ে ৮টার দিকে সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগিদের কাছে গেলে তখন রুকাইয়ার দাদিসহ অনেকেই হাসপাতালেরর বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরেন। এ কারনে রুকাইয়ার দাদীকে হাসপাতাল এর আয়া পরভীন খানম মারধর করে।
এ ঘটনার পর রুকাইয়ার দাদী তহমিনা বেগম অভিযোগে জানান, দুপুর বেলায় এক আয়া আসলে বলি ভাত দিতে, তখন সে চিল্লায়ে বলে তোর নাম নেই ভাত দেওয়া যাবে না। যারা খাবার না নিয়ে দুপুরের আগেই বাড়ি চলে গেছে তাদের একজনের খাবার দিলি কি হবেনে। তখন আয়া বলে যেমন কুকুর তেমন মুগুর না দিলে ঠিক হবেনা। আমি বলি আমি কুকুরের কি করেছি। তখন আমার চুলের মুঠি ধরে স্যান্ডেল দিয়ে মারছে। শনিবার মাশরাফি হাসপাতালে আসলে অভিযোগ করিছিলাম হাসপাতালে ময়লা থাকে, ডাক্তাররা ঠিক মতো দেখতিছে না, সেবা দিচ্ছে না, খাবার দেয় না, এইসব কথা বলেছিলাম সেইজন্য ভাত চাওয়ার সময় প্রতিশোধ নিয়েছে।
এ বিষয়ে সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আসাদ উজ-জামান মুন্সী বলেন, এক আয়া কর্তৃক রোগীর আত্মীয়কে মারধরের ঘটনার বিষয়টি তদন্ত করতে হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান বাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: