রোহিঙ্গা ক্যাম্পে ফাঁকা গুলি ছুড়ে ব্যবসায়ীকে অপহরণ
বৃহস্পতিবার (২২ জুন) রাত ৮টার দিকে টেকনাফের লেদাস্থ ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ফাঁকা গুলি ছুড়ে মো. ইউসুফ কালু নামের এক স্থানীয় ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ জুন) রাত ৮টার দিকে টেকনাফের লেদাস্থ ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, গতকাল রাতে কয়েকজন মুখোশধারী গুলি চালিয়ে আশপাশের লোকজনকে ছত্রভঙ্গ করে কালু ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাম্পের পশ্চিমে পাহাড়ের দিকে নিয়ে যায়।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ক্যাম্পকেন্দ্রিক এক স্থানীয় ব্যবসায়ীকে সন্ত্রাসীরা ধরে নিয়ে গেছে বলে শুনেছি। এ ঘটনায় পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে আলীখালি রফিক নামে বার্মাইয়া ডাকাত গ্রুপ ও ডাকাত ছালে গ্রুপের সদস্যরা এ ব্যবসায়ীকে অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ব্যবসায়ীকে উদ্ধারের জন্য কাজ শুরু করেছে। টেকনাফ থানার দুইটি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।